ভোলার সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার
প্রথম নিউজ, ভোলা : ভোলার লালমোহন থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাগরকে (২০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৫ ফেব্রুয়ারি) নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর লালমোহন থানা সদর এলাকার মনির বাকলাইয়ের ছেলে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাব জানিয়েছে, ১৮ বছর বয়সী ভিকটিম ভোলা জেলার লালমোহন থানার চরভূতা গ্রামের বাসিন্দা। পাশের গ্রামের মো. সাগর ভিকটিমকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় সাগর ভিকটিমকে অপহরণের পরিকল্পনা করেন।
গত ১২ জানুয়ারি ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে একটি পরিত্যক্ত স্থানে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ২৫ জানুয়ারি ভিকটিম ভোলার আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে লালমোহন থানা পুলিশ আদালতে প্রতিবেদন দেয়। পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে ভিকটিম বাদী হয়ে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে লালমোহন থানায় মামলা দায়ের করেন। মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামির অবস্থান চিহ্নিত করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর চান্দগাঁও এলাকা থেকে প্রধান আসামি সাগরকে গ্রেফতার করা হয়।