ভারতের নতুন সেনাপ্রধান লে. জেনারেল মনোজ পাণ্ডে

ভারতীয় সেনাবাহিনীর ২৯তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে

 ভারতের নতুন সেনাপ্রধান লে. জেনারেল মনোজ পাণ্ডে
ভারতের নতুন সেনাপ্রধান লে. জেনারেল মনোজ পাণ্ডে-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর ২৯তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এর আগে তিনি সহকারী সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।

বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আগামী ৩০ এপ্রিল অবসরে যাচ্ছেন। ফলে আগামী ১ মে মনোজ পাণ্ডে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। খবর এনডিটিভির।

সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এনএনআই জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে কর্পস অব ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার, যিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান হলেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র মনোজ পাণ্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন।

দেশটির সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় জাতিসংঘ মিশনে প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে কাজ করেছেন মনোজ পাণ্ডে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom