বড় নৌকার ধাক্কায় নদীতে পড়ে শিশুর মৃত্যু

বড় নৌকার ধাক্কায় নদীতে পড়ে শিশুর মৃত্যু

প্রথম নিউজ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে বড় নৌকার ধাক্কায় ছোট নৌকা থেকে পড়ে বেলাল হোসেন (১২) নামে এক শিশু জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মতিরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। 

এর আগে রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে কমলনগরের মতিরহাট এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 
মৃত বেলাল উপজেলার চরকালকিনি ইউনিয়নের চর শামছুদ্দিন গ্রামের খোরশেদ আলমের ছেলে। 

নৌ-পুলিশ সূত্র জানায়, বেলাল একটি জেলে নৌকায় কাজ করতো। রোববার সন্ধ্যায় অন্যান্যদের সঙ্গে সে মাছ শিকারে করতে নদীতে যায়। তাদের নৌকাটি ছোট ছিল। ঘটনার সময় বড় একটি নৌকা তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে বেলাল নদীতে পড়ে ডুবে যায়।  

মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আবু তাহের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেলালের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।