বিশ্বনেতাদের শ্রদ্ধা: কান্না সংবরণ করলেন ট্রুডো, বিমোহিত করেছেন রানী
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : ‘দয়ালু হৃদয়ের একজন রানী’কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন বিশ্ব নেতারা। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের দায়িত্ব পালনে গভীর দায়িত্ববোধ, সহনশীলতা, হাস্যরসিকতা এবং দয়ার কারণে তিনি সবার কাছে সম্মানের। তার প্রতি শ্রদ্ধা প্রকাশে সবার থেকে এগিয়ে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। রানীকে তিনি ‘দয়ালু হৃদয়ের’ এবং ফ্রান্সের একজন বন্ধু হিসেবে বর্ণনা করেছেন। রানীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, রানী তার দয়া, কমনীয়তা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারা বিশ্বকে বিমোহিত করেছেন। বার বার আমরা তার উষ্ণতা দেখে- তিনি যেভাবে মানুষকে স্বাচ্ছন্দ্যে দান করেছেন, যেভাবে তার রসবোধ কাজ করেছে, দুর্দান্ত আড়ম্বরতার কাছে ফিরে যাই। এক বিবৃতিতে ওবামা বলেন, তিনি রানীর সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ পান। রানীর সঙ্গে ৪০ বছর আগে প্রথম সাক্ষাৎ পান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি তাকে একজন রানীর চেয়েও বড় কিছু হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, তিনি একটি যুগ। তিনি একটি যুগকে সংজ্ঞায়িত করে গেছেন। ২০২১ সালে বৃটেন সফরের কথা স্মরণ করে বাইডেন বলেছেন, তিনি তার প্রজ্ঞা দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন। তার উদারতা দিয়ে আমাদের আন্দোলিত করেছেন। উদারভাবে তার জ্ঞান আমাদের সঙ্গে শেয়ার করেছেন।
উল্লেখ্য, রাজত্বকালে বৃটেনে মোট ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তার হাত ধরে তারা ক্ষমতায় বসেছেন। একই সময়ে রানী সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ১৩ জন প্রেসিডেন্টের সঙ্গে। এ প্রসঙ্গ তুলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কখনোই এই মহানুভবের বন্ধুত্বপূর্ণ উদারতা, প্রজ্ঞার এক ভাণ্ডার, চমৎকার রসবোধের কথা ভুলবেন না। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, কি মহান ও চমৎকার এক নারী তিনি! অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশ রানীর সঙ্গ চা পানের চমৎকার মুহূর্তকে স্মরণ করেছেন। তিনি তাকে মহৎ এক বৃদ্ধিমান, চমৎকার মানুষ হিসেবে বর্ণনা করেছেন।
কানাডার রাষ্ট্রীয় প্রধান ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। সেখানে জীবদ্দশায় ১২ জন প্রধানমন্ত্রীকে দেখেছেন রানী। তার মৃত্যুতে আবেগী হয়ে ওঠেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, কানাডার মানুষের জন্য তার ছিল সুস্পষ্ট গভীরতা এবং গভীর ভালবাসা। সারাবিশ্বে যে কয়েকজন মানুষ আমার প্রিয়, তার মধ্যে তিনি অন্যতম। তাকে খুব বেশি মিস করবো। বলতে বলতে কোনোমতে কান্না সংবরণ করেন ট্রুডো।
বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ইউরোপিয়ান কমিশন সহ সারা বিশ্বেই রানীর প্রতি শ্রদ্ধা জানাতে, শোক প্রকাশ করতে পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, রানীর সহানুভূতি এবং প্রতিটি পরবর্তী প্রজন্মের সঙ্গে সংযোগ রক্ষা করার ক্ষমতা- এটাই তার ঐতিহ্যের মূল। এটাই তাকে সত্যি গুরুত্বপূর্ণ করেছে। তিনি ছিলেন সত্যিকারের নেতৃত্বের এক উদাহরণ।
নেদারল্যান্ডের রাজা উইলেম আলেকজান্দার হলেন রানী দ্বিতীয় এলিজাবেথের পঞ্চম কাজিন। তিনি বলেছেন, তিনি এবং রানী ম্যাক্সিমা স্মরণ করছেন রানীকে গভীর শ্রদ্ধা এবং মহৎ ভালবাসা। সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ রানী এলিজাবেথের দূরতম সম্পর্কের আত্মীয়। তিনি বলেছেন, রানী সব সময় আমার পরিবারে প্রিয় ছিলেন। আমাদের মধ্যে পারিবারিক ইতহাসের মহান এক সম্পর্ক ছিল। বেলজিয়ামের রাজা ফিলিপে এবং রানী মাথিলডে বলেছেন, রানী ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন। তিনি রাজত্বকালে দেখিয়েছেন মর্যাদা, সাহস ও ভালবাসা।
জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ প্রয়াত রানী এলিজাবেথ সম্পর্কে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর জার্মান ও বৃটেনের মধ্যে পুনর্জাগরণের ক্ষেত্রে রানী ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। তার এই অবদান কোনোদিন ভোলা যাবে না। দু’বার বৃটেন সফরে রানীর সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে বলেছেন, তার উষ্ণতা, উদারতা কোনোদিন ভোলা যাবে না। তার সঙ্গে এক সাক্ষাতের সময় তিনি আমাকে তার বিয়েতে উপহার হিসেবে দেয়া মহাত্মা গান্ধীর রুমাল দেখিয়েছেন। আমি সব সময় তার সেই সরলতাকে মনে রাখবো। ওদিকে শোক প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশা সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা বিশ্ব থেকে এভাবে রানীকে স্মরণ করে তার প্রতি বিশ্বনেতাদের শোকবার্তা ও শ্রদ্ধা নিবেদনের খবর আসছিলই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews