ব্ল্যাকহোলের শব্দ শোনাল নাসা
প্রথম নিউজ, ডেস্ক: ব্ল্যাকহোল কী, তার আচরণই বা কী রকম, কেমনই বা তার অস্তিত্বের প্রকৃতি-মহাকাশের এ ঘটনা নিয়ে গবেষকদের পাশাপাশিই মহাকাশ উৎসাহীদের মধ্যেই প্রচুর আগ্রহ রয়েছে। সেই আগ্রহকে আরও জোরালো করতে শুক্রবার নাসা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ব্ল্যাকহোলের বিকট শব্দ শোনানো হয়েছে। ভিডিওতে মহাকাশ সংস্থাটি একটি সোনিফিকেশন কৌশল প্রকাশ করেছে, যেখানে ব্ল্যাকহোলের চারপাশে আলোর প্রতিধ্বনিকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয়েছে।
ঠিক এভাবেই মহাকাশ সংস্থাটি আলোক তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করেছে, যাতে বিষয়টি সহজে বোধগম্য হয়-কীভাবে ব্ল্যাকহোলের চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আচরণ করে। নাসা লিখেছে-‘এই নতুন সোনিফিকেশন ব্ল্যাকহোল থেকে আলোর প্রতিধ্বনিকে শব্দে পরিণত করে। ব্ল্যাকহোলগুলো তাদের থেকে আলো (যেমন রেডিও, দৃশ্যমান এবং এক্স-রে) পালাতে দেয় না বলে আমরা জানি। তবে পার্শ্ববর্তী উপাদান ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের তীব্র বিস্ফোরণ তৈরি করতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews