প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ৭২৫ জন সৈন্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘কুয়েতে অনেক বছর ধরে শান্তিরক্ষায় কাজ করছেন বাংলাদেশের সৈনিকরা। কাতারও জানিয়েছে বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে। প্রতি তিন বছর পর পর তাদের পরিবর্তন করা হবে। আমরা চাচ্ছি— সংখ্যাটা আরও বাড়িয়ে ১৬০০ বা তার বেশি করা যায়।’
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারে ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, ‘কাতার সৈন্য নেওয়ার বিষয়টি তাকে সামরিক সচিব ও এসএসএফ প্রধান নিশ্চিত করেছেন।’ কাতার চাইলে ২ মাসের মধ্যেই বাংলাদেশ সৈন্য পাঠাতে পারবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।
তিনি জানিয়েছেন, আরও অনেক বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে কাতারে শ্রমিক পাঠানোর বিষয়ে। প্রেস সচিব বলেন, এলএনজি উৎপাদনে কাতার বিশ্বে শীর্ষ দেশ। তাদের সঙ্গে বাংলাদেশের এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। তবে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগের জন্য গ্যাস সরবরাহ করতে হবে।’
তাই কাতারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করে কমমূল্যে এলএনজি আমদানি বৃদ্ধিতে কাতারের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি।