বর্ধিত চাঁদার জন্য লেগুনা আটকে রাখলো জাবি ছাত্রলীগ
গত মঙ্গলবার বিকালে ছাত্রলীগ নেতাদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেটের সামনে অবস্থান নিয়ে লেগুনাগুলো আটকানো শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রথম নিউজ, জাবি: বর্ধিত চাঁদা না দেয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে ২৩টি লেগুনা আটকে রাখার অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগ নেতারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে ধাক্কা দেয়ায় শিক্ষার্থীরা লেগুনাগুলো আটক করে। অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল ফারুক ইমরান, শাহপরাণ ও হাসান মাহমুদ ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও লেলিন মাহবুব এবং উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আল-রাজি সরকার প্রমুখ। তারা বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে থাকেন।
সূত্র মতে গত মঙ্গলবার বিকালে ছাত্রলীগ নেতাদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেটের সামনে অবস্থান নিয়ে লেগুনাগুলো আটকানো শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লেগুনাগুলোর চাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলে যান। রাতে লেগুনা মালিক সমিতির নেতারা আসলে কয়েকটি লেগুনা ছেড়ে দেয়া হয়। আর বাকি ১১টি লেগুনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে আটকে রাখা হয়। সেগুলো মঙ্গলবার রাত ও বুধবার সারাদিন বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ছিল।
বুধবার বিকালে আরও ১২টি লেগুনা আটকিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে আসা হয়। সে হিসেবে মোট ২৩টি লেগুনা বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে রাখা হয়েছে।