বাম আট ছাত্র সংগঠনের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

বুধবার (৩০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী এই জোটের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

বাম আট ছাত্র সংগঠনের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

প্রথম নিউজ, ঢাকা: বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে প্রগতিশীল বাম আট ছাত্র সংগঠনের সমন্বয়ে ‌‘গণতান্ত্রিক ছাত্র জোট’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী এই জোটের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

গণতান্ত্রিক ছাত্র জোটের শরিক ছাত্র সংগঠন গুলো হলো: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন।

সালমান সিদ্দিকী বলেন, ‘দেশের যেকোনও দুঃসময়ে এ দেশের ছাত্রসমাজ কখনও নিশ্চুপ থাকেনি। আমরা মনে করি এই আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলা সময়ের কর্তব্য হিসেবে উপস্থিত হয়েছে। লড়াই-সংগ্রামের মাধ্যমে এমন সংকটময় সময়ের মোকাবিলা করে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আজ ছাত্রদের অগ্রসর ভূমিকা পালন করতে হবে। এই প্রয়োজন অনুধাবন থেকেই আমরা ৮টি ছাত্র সংগঠন সুনির্দিষ্ট রাজনৈতিক অবস্থান থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং পরিচালনার জন্য একত্র হয়েছি।’

গণতান্ত্রিক ছাত্র জোটের লক্ষ্য : শিক্ষার গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবির প্রশ্নে আন্দোলন গড়ে তুলবে; আওয়ামী ফ্যাসীবাদী দুঃশাসনের বিরুদ্ধে পাহাড় কিংবা সমতলে জনজীবনের সমস্যা সংকট নিরসনে এবং জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলন গড়ে তুলবে; শ্রমিক, কৃষক, মেহনতি ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা পালন করবে; সারা বিশ্বে নিপীড়িত মুক্তিকামী মানুষের গণতান্ত্রিক লড়াইয়ে সমর্থন জানাবে এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করবে।

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র জোট ১৩ দফা দাবি নাম পেশ করে। এই ১৩ দফা দাবির পক্ষে গণতান্ত্রিক ছাত্র জোট আগামী ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সায়েদুল হক নিশান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তওফিকা প্রিয়া।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom