বিজিবি সদস্যের আত্মহত্যা
মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে বিজিবি'র ১৭ ব্যাটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে কর্মস্থলে দায়িত্ব পালনকালীন নিজের অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক মোঃ পারভেজ আলম (৩০) নামে এক বিজিবি (৮৯৩৯২) সদস্য আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে বিজিবি'র ১৭ ব্যাটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামের মৃত হেলাল উদ্দীনের পুত্র। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মৃত ঘোষণা করেন। তবে, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে ডাক্তার নিশ্চিত করেন।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন সুরতহাল রিপোর্টে জানা গেছে। এবিষয়ে ১৭ নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্নেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews