বকেয়া বেতনও দেবে না গুগল!

সম্প্রতি গুগল থেকে চাকরি হারিয়েছেন ১২ হাজার কর্মী। শোনা যাচ্ছে, চাকরি হারানো এসব কর্মীদের পূর্বঘোষণা অনুযায়ী বেতনও দেওয়া হবে না

বকেয়া বেতনও দেবে না গুগল!
বকেয়া বেতনও দেবে না গুগল!

প্রথম নিউজ, ডেস্ক : সম্প্রতি গুগল থেকে চাকরি হারিয়েছেন ১২ হাজার কর্মী। শোনা যাচ্ছে, চাকরি হারানো এসব কর্মীদের পূর্বঘোষণা অনুযায়ী বেতনও দেওয়া হবে না।

খরচ কমাতে চলতি বছরের জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় গুগল। এমন ঘটনায় গুগল প্রধান সুন্দর পিচাই সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন। জানিয়েছিলেন, বকেয়া বেতন মিটিয়ে দেবে। কিন্তু এখন গুগলের গলায় উল্টো সুর।

সাবেক কর্মীদের বক্তব্য, অনেক কর্মী ছুটিতে থাকাকালীন চাকরি হারিয়েছেন। কেউ কেউ হাসপাতালে থাকাকালীন অথবা মাতৃত্বকালীন ছুটির মাঝেই জেনেছেন তাদের চাকরি গেছে। গুগল এই সব কারণে তাদের ছুটি আগেই মঞ্জুর করেছিল। তবে এখন নাকি গুগলের দাবি, এই ছুটিগুলোতে তাদের যে বেতন পাওয়ার কথা ছিল, তা আর দেওয়া হবে না।

স্বাভাবিক ভাবেই গুগলের এমন আচরণে চূড়ান্ত ক্ষুব্ধ সাবেক কর্মীরা। যারা ছুটিতে থাকতে চাকরি হারিয়েছেন, তারা একযোগে বিক্ষোভ দেখাচ্ছেন অ্যালফাবেটের বিরুদ্ধে। 

এমন কী গুগলের উচ্চ পর্যায়ে অভিযোগও জানিয়েছেন। এখনও কোন উত্তর মেলেনি। 

তবে তাদের আশা, যে চুক্তিতে তাদের চাকরিতে নিয়োগ করা হয়েছিল, তা মেনেই বকেয়া মেটাবে গুগল। আগামী ৩১ মার্চ সেই বকেয়ার চুক্তির শেষ দিন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: