বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই
আজ শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রথম নিউজ, ঢাকা: চারদলীয় জোট সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী বিএনপি'র পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। আজ শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল বলেন,তিনি এর আগে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গৌতম চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গৌতম চক্রবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে এলএলবি পর্যন্ত পড়াশোনা গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ আসন থেকে বিএনপি টিকিটে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দু’বার আওয়ামী লীগের প্রার্থী খোন্দকার আবদুল বাতেনকে পরাজিত করেন। পরবর্তীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews