ফকির আলমগীরের ঋষিজের হাল ধরলেন তার স্ত্রী

প্রথম নিউজ, ডেস্ক : গণ সংগীতশিল্পী ফকির আলমগীরের গড়ে তোলা সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠীর হাল ধরলেন তার স্ত্রী সুরাইয়া আলমগীর। এ বছরের ২৩শে জুলাই ফকির আলমগীর মারা যাওয়ার আগ পর্যন্ত তিনিই ছিলেন সংগঠনটির সভাপতি। ১৯৭৬ সালের ২২শে নভেম্বর যাত্রা শুরু করে ঋষিজ। সংগঠনটির কার্যক্রম সচল রাখার জন্য সম্প্রতি গঠন হলো নতুন কমিটি। সব সদস্যের সম্মতিতে সংগঠনটির সভাপতির পদ পেয়েছেন সুরাইয়া আলমগীর। আর এর মধ্যদিয়ে ৪৫ বছর পর শিল্পীগোষ্ঠী পেলো নতুন সভাপতি। নতুন কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ফকির আলমগীরপুত্র ফকির মাশুক আলমগীর। এ ছাড়া সাধারণ সম্পাদক হলেন সমর বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক হলেন সালাম শামীম।
ঋষিজ শিল্পীগোষ্ঠীর আগামী কার্যক্রম পরিচালনার জন্য মোট ৩৪ সদস্যের এই কমিটি তৈরি করা হয়। ফকির আলমগীরের স্ত্রী ও সংগঠনটির নতুন সভাপতি সুরাইয়া আলমগীর বলেন, এটি ফকির আলমগীরের প্রাণের সংগঠন। দেশের যেকোনো ক্রান্তিকালে ঋষিজ এগিয়ে গেছে। এই সংগঠনকে তিনি এতদূর নিয়ে এসেছেন। তার প্রয়াণে সব সদস্যের সম্মতিক্রমে আমাকে স্থলাভিষিক্ত করা হয়। সবার অনুরোধে আমি দায়িত্বটি নিয়েছি বটে, তবে এটা আমার জন্য দুঃসাহসের মতো। কারণ, তার মতো গুণী-বিচক্ষণ সংগঠক আমি নই। আমার স্বপ্ন, ফকির আলমগীরের স্বপ্ন বুকে ধারণ করে সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ঋষিজ শিল্পীগোষ্ঠীর নবনির্বাচিত কমিটিতে স্থান পাওয়া ফকির আলমগীর পরিবারের অন্য সদস্যরা হলেন ফকির সিরাজ, হাসান আলমগীর রাহুল, আশেক আলমগীর, ফকির মিজানুর রহমান, ফকির জাহিদ হাসান, তামজিদুর রহমান ও লুৎফুর রহমান শাহীন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: