প্রেমিকার কাছে ধর্ম গোপন রেখে বিয়ে, শ্বশুরবাড়ি এসে ধরা!

প্রেমিকার কাছে ধর্ম গোপন রেখে বিয়ে, শ্বশুরবাড়ি এসে ধরা!

প্রথম নিউজ, ময়মনসিংহ: একটি পোশাক কারখানায় চাকরি করা অবস্থায় দুজনের পরিচয় হয়। প্রেম থেকে নিজের ধর্ম গোপন করে বিয়ে করেন যুবক। ঈদের আগে তার এক বন্ধু ও তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ধরা খেলেন ওই যুবক। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের পূর্বকান্দা গ্রামে। মারধরের শিকার হয়ে গতকাল শুক্রবার রাতে মুচলেখা দিয়ে রক্ষা পান তিনি।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আবু সিদ্দিকের মেয়ে রুবিনা আক্তার (২৫) বেশ কয়েক বছর ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করে আসছেন। চাকরি করা অবস্থায় পরিচয় ঘটে রবি (২৮) নামে এক যুবকের সঙ্গে। এ অবস্থায় দীর্ঘ প্রেমের পর আট লাখ টাকা দেনমোহরে গত ২১ জুন তাদের বিয়ে হয়।

এর মধ্যে রুবিনা ঈদ করার জন্য গ্রামের বাড়িতে এসে বিয়ের বিষয়টি পরিবারকে জানালে প্রথমে রাজি না থাকলেও পরে বাবা-চাচারা বরকে ডেকে আনতে বলেন। রুবিনা জানান, তিনি গত বুধবার (ঈদের আগের দিন) বর রবিকে ফোন করে তার এলাকায় আসতে বলেন। পরে ঈদের আগের দিন বৃহস্পতিবার দুপুরে বন্ধু হামিদুর ও তার স্ত্রী লিপিকে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন রবি। ব্যাপক আপ্যায়নের পর বন্ধু ও তার স্ত্রীর কাছ থেকে জানা যায়, বর হিন্দু ধর্মাবলম্বী।

তার নাম রবি দেবনাথ। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার অখিল দেবনাথের ছেলে। কিন্তু রুবিনাকে রবি এত দিন জানিয়ে আসছিলেন যে তিনি মুসলমান। হঠাৎ এ ধরনের তথ্য জানতে পেরে রুবিনা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। 
কেন ধর্ম গোপন করে প্রতারণা করলেন- জানতে চাইলে বর রবি দেবনাথ ক্ষমা চেয়ে বাড়ি থেকে চলে যেতে চেষ্টা করেন।

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা বরসহ তিনজনকেই আটকে রাখেন।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কথা হয় বর রবি দেবনাথের সঙ্গে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি মনে করছিলেন ধর্ম গোপন না রাখলে হয়তো প্রেমিকা রুবিনাকে পেতেন না। তবে বিষয়টি মারাত্মক ভুল হয়েছে বলে স্বীকার করে ক্ষমা চান।

এ বিষয়ে নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন জানান, ঘটনাটি জানতে পেরে প্রতারক রবির কাছ থেকে মুচলেকা আদায় করে বিদায় দেওয়া হয়েছে।