প্রত্যাশার থেকেও বেশি আসন নিয়ে কর্ণাটকে ক্ষমতায় কংগ্রেস

আজ রাতেই কংগ্রেস হাইকমান্ড বৈঠকে বসছে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য।

প্রত্যাশার থেকেও বেশি আসন নিয়ে কর্ণাটকে ক্ষমতায় কংগ্রেস

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সব এক্সিট পোলকে ভুল প্রমাণিত করে প্রত্যাশার থেকেও বেশি আসন নিয়ে কংগ্রেস কর্ণাটকে ক্ষমতায় এলো।  এই প্রতিবেদন লেখার সময় কর্নাটকে ভোট গণনা চলছে, কিন্তু ইতিমধ্যেই কংগ্রেস ম্যাজিক ফিগার ১১৩-এর বেশি আসন নিয়ে সরকার গড়া নিশ্চিত করেছে। আজ রাতেই কংগ্রেস হাইকমান্ড বৈঠকে বসছে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য। বিজেপির ভরাডুবি এতটাই হয় যে, তারা তিন অঙ্কতেও পৌঁছাতে পারেনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই জয়কে বিজেপির ঘৃণার রাজনীতির বিরুদ্ধে মানুষের জয় বলে উল্লেখ করেছেন। আসমুদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী কংগ্রেস সমর্থকরা বিজয়োল্লাসে রাস্তায় বেরিয়ে পড়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপির এই পরাজয়কে শেষের শুরু বলে বর্ণনা করেন।

সালমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরেই মুখ্যমন্ত্রী আবার রাজনীতিতে ফেরেন। বলেন, বিজেপির এই পরাজয় তাদের ঔদ্ধত্য, অহংকার, দুর্বিষহ ব্যবহার এবং এজেন্সি পলিটিক্সের ফল।  দক্ষিণে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু,  পূর্বে বাংলা, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, উত্তরে পাঞ্জাব, দিল্লি এবং পশ্চিমে মহারাষ্ট্রে বিজেপি ক্ষমতা হারিয়েছে, এবার গোটা ভারতে হারাবে। মমতা বন্দোপাধ্যায় একবারও কংগ্রেসের নাম না নেওয়ায় বিস্ময়ের সৃষ্টি হয়। অভিষেক বন্দোপাধ্যায় অবশ্য রাহুল গান্ধীর ভারত জোড়োযাত্রাকে কৃতিত্ব দিয়েও বলেছেন, মানুষ চেয়েছিল বলেই এটা সম্ভব হয়েছে।

মানুষ না চাইলে হাজারটা ভারত জোড়োযাত্রা করেও এটা সম্ভব হতো না। কর্ণাটকে বিজেপির পরাজয়ের সঙ্গে সঙ্গে মজবুত বিরোধী ঐক্য গড়ার দাবি জোরদার হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন এদিন বলেন, এরপর বিজেপিকে হটাতে সবাইকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। মমতা বন্দোপাধ্যায়ও বিরোধী ঐক্যর ওপর জোর দেন।