প্রতিবেশীকে হত্যার দায়ে তিন ভাইয়ের যাবজ্জীবন
প্রথম নিউজ, জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে সোলায়মান আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম এ রায় দেন। হত্যাকাণ্ডে জড়িত না থাকায় মামলার পাঁচ আসামিকে খালাস দেন বিচারক। কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কালাই উপজেলার গোপীনাথপুর আলপনা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহাফুজার রহমান, রফিকুল ইসলাম ওরফে আরিফ ও আব্দুল কুদ্দুস। তারা সম্পর্কে আপন তিন ভাই। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
খালাসপ্রাপ্তরা হলেন- শফিউল আলম, আবু জাফর, এনামুল হক, জাহিদুল ইসলাম ও ইয়াকুব আলী।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ এপ্রিল কালাই উপজেলার গোপীনাথপুর ও জগডুম্বর গ্রামের মাঝে রাস্তার পাশের ড্রেনের মাটি রাস্তায় না ফেলে নিজ জায়গা ভরাট করায় প্রতিবেশী সোলায়মান আলী বাধা দিলে আসামিরা তার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় সোলায়মানকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে আটজনকে আসামি করে কালাই থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করে কালাই থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বর্মন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে পাঁচজনকে খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল ও আসামিপক্ষে কাজী রাব্বিউল হাসান মোনেম মামলাটি পরিচালনা করেন।