প্রচারে এক পয়সা খরচ না করেও ‘বাহুবলি’র আয় কয়েক হাজার কোটি!
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ভারতের বরেণ্য নির্মাতা এসএস রাজামৌলি। তার নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলি’। এ সিনেমা প্রভাসকে তারকা হিসেবে নতুন করে জন্ম দিয়েছে। ২০১৫ সালের ১০ জুলাই মুক্তি পায় ‘বাহুবলি: দ্য বিগিনিং’ সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ। ১৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৬৫০ কোটি রুপি।
২০১৭ সালের ১৮ এপ্রিল মুক্তি পায় ‘বাহুবলি-দ্য কনক্লুশন’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ। ২৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে ১ হাজার ৭৮৮ কোটি রুপি।
এসএস রাজামৌলি বলেন, “বাহুবলি’ সিনেমার প্রচারের জন্য আমরা এক পয়সাও খরচ করিনি। এর অর্থ হলো, কোনো কাগজের জন্য আমরা একটা টাকাও খরচ করিনি। কোনো ওয়েবসাইট বা পোস্টারের জন্য কোনো খরচ করিনি। কিন্তু আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি।”
‘আরেকটি বিষয় হলো, আমি নিজেকে উচ্চ মাপের মনে করি না, আবার নিচু মাপেরও মনে করি না। আমার পরবর্তী প্রজেক্ট যদি আসে, তবে মনে হয় না এর জন্য সবাই অপেক্ষা করবে। একই সঙ্গে আমি মনে করি না, আমি কেউ নই।’ বলেন রাজামৌলি।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে