পাটনায় বিরোধী সমাবেশ ১২ জুন, এক মঞ্চে কংগ্রেস, তৃণমূল ও আপসহ ২১ দল

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিককে এক সাক্ষাৎকার দিয়ে নীতিশ জানিয়েছেন, পাটনার ওই বিরোধী মঞ্চে কংগ্রেস, আপ এবং তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে।

পাটনায় বিরোধী সমাবেশ ১২ জুন, এক মঞ্চে কংগ্রেস, তৃণমূল ও আপসহ ২১ দল

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বিজেপি যেদিন ব্যস্ত নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে, ঠিক সেদিনই বিজেপিবিরোধী শক্তিগুলোর সমাবেশ ঘোষিত হলো। ১২ই জুন পাটনার গান্ধী ময়দানে এই সমাবেশে ২১ দলের উপস্থিতি থাকবে বলে ঘোষণা করেছেন বিহারের ক্ষমতাসীন দল জেডিইউ-এর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিককে এক সাক্ষাৎকার দিয়ে নীতিশ জানিয়েছেন, পাটনার ওই বিরোধী মঞ্চে কংগ্রেস, আপ এবং তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল মঞ্চে থাকবেনই, চেষ্টা করা হচ্ছে কংগ্রেসের রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধীকে আনার। তারা না এলে থাকবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। এই সমাবেশে ডিএমকে, জেডিইউ, এনসিপি, এসপি, ন্যাশনাল কনফারেন্সের মতো জাতীয় পার্টিগুলো থাকবে।

মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমারকে এই সমাবেশ ডাকার প্রস্তাব দিয়েছিলেন। ১২ই জুন পাটনার সভা থেকেই ২০২৪-এ লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধিতার সলতে পাকানোর কাজটি শুরু হবে বলে নীতিশ কুমারের ধারণা। তার এটাও ধারণা যে, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের কর্মস্থল থেকেই বিজেপি হটাও, দেশ বাঁচাও স্লোগান তোলা সম্ভব হবে।