না ফেরার দেশে ত্রিশালের জোড়া শিশু ফাতেমা-জান্নাত
বৃহস্পতিবার দুপুরে এ খবর নিশ্চিত করেছে নিহতের পরিবার।
প্রথম নিউজ, ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে বুক ও পেট জোড়া লাগানো দুই কন্যাসন্তান জান্নাত ও ফাতেমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে এ খবর নিশ্চিত করেছে নিহতের পরিবার। পরিবার জানান, গত ১৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার ব্যবস্থা করেন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তাদের।
পরিবার থেকে আরও জানায়, গত কয়েক দিন ধরে বাচ্চাদের অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। তারা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। জোড়া শিশুর বাবা মো. আল আমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আপনারা আমার বাচ্চার জন্য অনেক কিছু করেছেন কিন্তু আমার বাচ্চারা আর বেঁচে নেই। বাচ্চাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে বুক ও পেট জোড়া লাগানো দুই কন্যাসন্তানের জন্ম দেন ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের মো. আল আমিনের স্ত্রী ফরিদা বেগম। শিশু দুটির হাত, পা, মুখ, মাথা সব কিছুই আলাদা রয়েছে। শুধু তাদের বুক ও পেট জোড়া লাগানো ছিল।