নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ১
নিহত পথচারী কালু খাঁ চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে।
প্রথম নিউজ, ভোলা: ভোলার চরফ্যাশনে মহাসড়কে দ্রুতগাতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের চাপায় কালু খাঁ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
আজ সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত পথচারী কালু খাঁ চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে আবির এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি কাশেমগঞ্জ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়।
চরফ্যাশন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ সময় গুরুতর আহত পথচারী কালু খাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।