ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ ডিপো থেকে তেল আনতে পারছে না ঢাকার পাম্পগুলো

তিন দফা দাবিতে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প মালিকদের একাংশের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ ডিপো থেকে তেল আনতে পারছে না ঢাকার পাম্পগুলো

প্রথম নিউজ, ঢাকা : তিন দফা দাবিতে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প মালিকদের একাংশের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে আরেকাংশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলামের দাবি, সংগঠন থেকে বহিষ্কৃতরা এ ধর্মঘট ডেকেছে।

তিনি বলেন, ঢাকার পেট্রোল পাম্পগুলোর ডিপো নারায়ণগঞ্জে। সেখানে প্রায় ৪০০ বেশি তেলের গাড়ি পে-অর্ডার নিয়ে অপেক্ষায় রয়েছে। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে ঢাকার পাম্পগুলোতে তেলের সংকট হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

তবে যে দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে সেই দাবি ঠিক আছে উল্লেখ করে সংগঠনটির সভাপতি বলেন, যেহেতু তারা সংগঠন থেকে বহিষ্কৃত তাই এ ধর্মঘট অবৈধ।