ধামরাইয়ে ভূমি অফিসে ডিসি আরের ঘুষের টাকা যাচ্ছে নাজিরের পকেটে
প্রথম নিউজ , ধামরাই : ঢাকার ধামরাইয়ে ভূমি অফিসে ডিসি আরের ঘুষের ২লাখ টাকা মাসে নাজিরের পকেটে যাচ্ছে ।
জানাগেছে , ধামরাই সহকারী কমিশনার ( ভূমি ) অফিসের নাজির কাম ক্যাশিয়ার আরিফুল ইসলাম প্রতিটি ডিসি সরকারী ফ্রি ১১ শত টাকার স্থলে ১৪/২ হাজার টাকা ঘুষ আদায় করছে । যা প্রতি মাসে ডিসি আরের ঘুষের ২ লাখ টাকা যাচ্ছে নাজির আরিফুল ইসলামের পকেটে । যেন দেখার কেউ নেই , চলছে রাম রাজত্ব কায়েম ।
অত্র নাজির কাম ক্যশিয়ার আরিফুল ইসলাম তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হওয়ায় ভুমি অফিসে আসা জমির মালিকদের সাথে দাপট দেখিয়ে চাপ সৃষ্টি করে ডিসি আরে বেশি টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে । এ দিকে নাজির আরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ডিসি আরের টাকা আমি একা খাই না সবাইকে দিয়েই খাই । আপনি পত্রিকায় নিউজ করলে ও আমার কিছুই হবে না । কারন ঢাকা জেলা প্রশাসক ( ভিসি ) সাহেব এ ঘটনা জানেন ।
এ ব্যাপারে ধামরাই সহকারী কমিশনার ( ভূমি ) সুচি রানী সাহার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।