ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে ভাসমান দোকান থেকে পৌরসভার নামে মহাসিনের চাঁদাবাজি
প্রথম নিউজ , ধামরাই : ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে সওজের জমিতে ফুটপাতে থাকা ভাসমান দোকান গুলো থেকে পৌরসভার নামে চাঁদাবাজি চলছেই ।
জানাগেছে , ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা স্নোটেক গামেন্টস থেকে ইসলামপুর পযন্ত ও ঢুলিভিটা থেকে চন্দ্রাইল বউ বাজার পর্যন্ত সড়ক ও জনপথের জমিতে থাকা ফুটপাতের ভাসমান দোকান গুলো থেকে পৌরসভার নাম করে মহসিন নামে এক চাঁদাবাজের নেতৃত্বে ১০/১২ জনের একটি সিন্ডিকেট গ্ৰুপ প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী ষ্টাইলে চাঁদা আদায় করেই চলছে । কোন দোকানদার যদি এই সন্ত্রাসী চাঁদাবাজি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে তা হলে ঐ দোকানদার কে তারা মারধর সহ তার দোকান ভেঙ্গে গুড়িয়ে দেন বলে অভিযোগ উঠেছে । অসহায় লোক গুলো নিরবে কান্নাঁ করে কোন রেহায় পাচ্ছে না এই চাঁদাবাজদের হাত থেকে । এই ফুটপাত থেকে চাঁদাবাজরা মাসে ৬ লক্ষাধিক টাকার উপরে চাঁদা আদায় করছে মহাসিন । এ নিয়ে একাধিক বার জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে ও অজ্ঞাত কারনে প্রশাসন চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কোন আইনগত ব্যাবস্থা নিচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ। যে কারনে ধামরাইয়ে সওজের জমি ফুটপাতে চাঁদাবাজ মহাসিনরা এখন বেপরোয়া । ঢাকা আরিচা মহাসড়কের পাশে ফুটপাতে একটি ভাসমান দোকান বসাতে ১০/১৫ হাজার টাকা সিকিউরিটি হিসেবে নিচ্ছে এই চাঁদাবাজরা চক্রটি । চাঁদাবাজ সিন্ডকেট চক্রটি এ প্রতিবেদককে বলেন, এই চাঁদাবাজি টাকা আমি একা খাই না পৌরসভা ও স্থানীয় প্রশাসনকে টাকা দিয়েই খাই । আপনে আমাদের সিন্ডিকেটের বিরুদ্ধে লিখে কিছুই করতে পারবেন না কারন। এ ব্যাপারে ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।