দুঃসময়ে মানুষ চিনেছেন রোনালদো
এক যুগের বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে শাসন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো
প্রথম নিউজ, ডেস্ক : এক যুগের বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে শাসন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারকে দলে ভেড়াতে আগ্রহ তুঙ্গে ছিল ইউরোপিয়ান ক্লাবগুলোর। সেই রোনালদোই কিছুদিন আগে ছিলেন ক্লাবহীন। অগত্যা যোগ দিয়েছেন সৌদি প্রো লীগের দল আল নাসর এফসিতে। এর মাঝে আবার বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর সুযোগ হয়নি পর্তুগালের স্টার্স্টিং ইলেভেনে। ক্যারিয়ারে কখনও এমন দুর্দশার সম্মুখীন না হওয়া ক্রিস্টিয়ানো জানালেন, দুঃসময়ে মানুষ চিনেছেন তিনি।
কাতার বিশ্বকাপ চলাকালে ইউনাইটেডের হর্তাকর্তাদের সমালোচনা করে ম্যানচেস্টার থেকে ব্রাত্য হন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ফর্মের বিচারে বিশ্বকাপের শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালে সিআরসেভেনকে শুরুর একাদশে রাখেননি পর্তুগালের সাবেক কোচ ফার্নান্দো সান্তোস। বিশ্বকাপের আগে ম্যানইউতে খেলার সময়ও বেঞ্চ গরম করেই বেশি সময় কাটছিল রোনালদোর। ক্লাব এবং জাতীয় দলে অবহেলার শিকার হওয়া সেই সময়টিকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় উল্লেখ করে রন বলেন, ‘কে তোমার পাশে আছে, সেটা দেখার জন্য মাঝে মধ্যে এমন বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। কঠিন সময়েই বোঝা যায় কে পাশে আছে।’
রোনালদো বলেন, ‘বলতে কোনো দ্বিধা নেই, ক্যারিয়ারে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি, এ নিয়ে অনুশোচনা নেই।
জীবন চলে যায়, ভালো খারাপ যাই করি, আর এটা আমার অভিযাত্রার একটা অংশ।’
দুঃসময় পেছনে ফেলে স্বরূপে ধরা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের জার্সিতে সৌদি প্রো লীগ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব খেলতে জাতীয় দলেও ডাক পেয়েছেন রোনালদো। পর্তুগাল অধিনায়কের ভাষ্য, আগের চেয়ে এখন অধিকতর প্রস্তুত তিনি। রোনালদো বলেন, ‘পাহাড়ের উপরে থাকলে অনেক সময় বোঝা যায় না, নিচে কী আছে। আমি এখন আগের চেয়ে বেশি প্রস্তুত, ওই শিক্ষাটা গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক মাসে যেমনটা হয়েছে, আমি কখনও এমন কিছুর সম্মুখীন হইনি। এটা আমাকে আরও ভালো মানুষও বানিয়েছে।’
আন্তর্জাতিক বিরতিতে বর্তমানে পর্তুগাল ফুটবল জাতীয় দলের সঙ্গে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে লিসবনে লিচেনস্টাইনের মুখোমুখি হবে পর্তুগিজরা। আর ২৬শে মার্চ লুক্সেমবুর্গের আতিথ্য নেবে রোনালদোরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: