দেশে ফিরলেন জাপা একাংশের মহাসচিব কাজী মামুন
প্রথম নিউজ, ঢাকা : পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (রওশনপন্থি) মহাসচিব কাজী মামুনূর রশিদ। ওমরাহ পালনসহ আট দিনের সফর শেষে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সোয়া ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে ঢাকা ফিরেছেন তিনি।
সফরকাল কাজী মামুন মক্কা ও মদীনায় অবস্থান করেন। মসজিদে নববীতে নামাজ আদায় করেন। পবিত্র ওমরাহ পালন ও ইবাদতকালে তিনি আল্লাহর দরবারে দেশ-জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে সেজন্য সৃষ্টিকর্তার রহমত প্রত্যাশা করেন। পাশাপাশি জাতীয় পার্টির লাখ লাখ নেতাকর্মী এবং পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দোয়াও করেন জাপা মহাসচিব। পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত চেয়ে দোয়া ও মোনাজাত করেন কাজী মামুনূর রশিদ।
গত ১২ মার্চ বিকেলে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে ঢাকা ত্যাগ করেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ।