দেখে মনেই হয়নি ওরা খেলার মধ্যে আছে: পাপন

 দেখে মনেই হয়নি ওরা খেলার মধ্যে আছে: পাপন
দেখে মনেই হয়নি ওরা খেলার মধ্যে আছে: পাপন -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ব্যাটিং ব্যর্থতা ও ক্যাচ মিস নিয়েই যত কথা। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো অনেক হতাশা ব্যক্ত করেছেন। একদম গুনে গুনে জানিয়ে দিয়েছেন এ সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৫ ম্যাচে ৯ ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা।

যা নিয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও হতাশ। তার সোজাসাপটা কথা, ‘মাত্র ১১৫ রান নিয়ে আপনি ফাইট দেবেন কী করে? ১৩০- ১৪০ হলেও একটা ফাইট দেওয়া যেতো। এরপরও হতে পারে, একদিন তো হারতেই পারি।’

ক্যাচ মিস নিয়ে পাপন বলেন, ‘এক ম্যাচে তিন-চারটা সহজ ক্যাচ ফেলে দেওয়া, এটা দেখতে খুব বাজে লাগে। হারা-জেতা বড় কথা নয় এখানে। কিন্তু যে সমস্ত ক্যাচ ফেলেছে, তাতে মনেই হচ্ছিল না, ওরা খেলার মধ্যে আছে। এটা খুবই দুঃখজনক।’

তিনি মনে করেন দলের পরিকল্পনায় ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম। এ নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমি এই জিনিসটা বোঝাতেই পারি না কী পরিকল্পনা করবেন? লিটন দাসকে ওপেনিং থেকে বাদ দিতে পারবেন? সাকিবকে বাদ দিতে পারবেন? মুশফিক, রিয়াদ? এগুলো গেল। আফিফ? পারবেন না। এরপর মেহেদি অথবা যাকে নেন এক স্পিনার।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom