দুই ভাইকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

নিহতরা হলেন ওই গ্রামের মঞ্জু মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩০) ও তার ছোট ভাই হৃদয় মোল্যা (১৫)।

দুই ভাইকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

প্রথম নিউজ, যশোর: মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে আপন দুই ভাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মঞ্জু মোল্যার ছেলে সবুজ মোল্যা (৩০) ও তার ছোট ভাই হৃদয় মোল্যা (১৫)। সবুজ মোল্যা পেশায় মুদি ব্যবসায়ী ও হৃদয় মোল্যা স্কুলছাত্র। এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে তাদের দুজনকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটায়। দুজনকেই দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে মরদেহ স্থানীয় একটি মাঠে ফেলে রেখে যায়। রোববার ভোরে এলাকাবাসী মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।