দুই ফিলিস্তিনিকে মাথায় গুলি করে মারলো ইসরাইলি সেনারা

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি অভিযানে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক চিকিৎসকও রয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই চিকিৎসকের নাম আব্দুল্লাহ আল-আহমেদ। তাকে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। আল-জাজিরার খবরে জানানো হয়, শুক্রবার জেনিন পাবলিক হাসপাতালের সামনেই গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। দ্বিতীয় আরেকজনকে হত্যা করা হয় শুক্রবার সকালে। ২০ বছরের ওই তরুণের নাম মতিন দাবায়া। তবে মতিন স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ‘জেনিন ব্রিগেডের’ সদস্য ছিল বলে জানা গেছে। সশস্ত্র গোষ্ঠীটিও এক বিবৃতিতে মতিনকে নিজেদের কম্যান্ডার বলে নিশ্চিত করেছে।
গত বছরই এই গোষ্ঠীটি আত্মপ্রকাশ করে। মতিনকেও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল আটটার দিকে কয়েক ডজন ইসরাইলি সশস্ত্র যান জেনিনে প্রবেশ করে। এরপরই জেনিন ব্রিগেডের সঙ্গে গোলাগুলি শুরু হয় ইসরাইলি সেনাদের। এতে আরও অন্তত পাঁচ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews