তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ছাড়াল ২২০০০

২ দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে সিএনএন ও আলজাজিরা।

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ছাড়াল ২২০০০
তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ছাড়াল ২২০০০

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। ২ দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে সিএনএন ও আলজাজিরা। সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়া ব্যাপক এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। এ পর্যন্ত ২২ হাজার তিনশ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুই দেশের কর্তৃপক্ষ। আহত হয়েছেন অন্তত ৮০ হাজার মানুষ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বরাত দিয়ে সিএনএন জানায়, দেশটিতে কমপক্ষে ১৮ হাজার ৯৯১ জন মারা গেছেন এবং ৭৫ হাজার ৫২৩ জন আহত হয়েছেন। এছাড়া, সিরিয়ার বিদ্রোহী ও সরকার নিয়ন্ত্রিত এলাকা জুড়ে কমপক্ষে ৩ হাজার ৩৮৪ জন মারা গেছেন এবং ৫ হাজার ২৪৫ জন আহত হয়েছেন। সিরিয়ার উত্তর-পশ্চিমে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ২ হাজার ৩৭ জন মারা গেছেন এবং ২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। দেশটির সরকার নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ৩৪৭ জনের মৃত্যু হয়েছে এবং ২ হাজার ২৯৫ জন আহত হয়েছেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: