তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

প্রথম নিউজ, ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (নৌকা প্রতীক) ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি অধ্যাপক আব্দুল মান্নান (ট্রাক প্রতীক) পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান ভোট গণণা শেষে মেহেরপুর-১ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৫৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮১ জন।এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুই বারের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান (ট্রাক প্রতীক), আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন (ঈগল পাখি), জাতীয় পার্টি (এরশাদ) আব্দুল হামিদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির তরিকুল ইসলাম (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবলু জম (ছড়ি প্রতীক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।