তিতাসের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ

তিতাসের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার অনুরোধ

প্রথম নিউজ, ঢাকা : মোবাইল ফোন কলে তিতাস গ্যাসের নাম ভাঙিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এ বিষয়ে সতর্ক করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানিয়েছে, নগদ অর্থ নয়, ব্যাংক এবং বিকাশ/রকেট/নগদের মাধ্যমে লেনদেন করে তিতাস গ্যাস। ফলে যেকোনো ধরনের নগদ লেনদেন থেকে বিরত থাকতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতারক চক্র মোবাইলে ফোন কলের মাধ্যমে তিতাস গ্যাসের নাম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া যাচ্ছে। 

তিতাস গ্যাস কোনো প্রকার নগদ ক্যাশে লেনদেন করে না। সব লেনদেন ব্যাংক ও এমএফএস (বিকাশ, নগদ ও রকেট) এর মাধ্যমে হয়ে থাকে।

তাই গ্রাহকদের এই ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।