টেস্টে তিন হাজার রান বাবরের

টেস্ট জিততে শেষ দিনে শ্রীলঙ্কার চাই ৭ উইকেট। পাকিস্তানের দরকার ১২০ রান। লক্ষ্য বেশি না হওয়ায় কিছুটা সুবিধাজনক জায়গায় পাকিস্তান।

টেস্টে তিন হাজার রান বাবরের
টেস্টে তিন হাজার রান বাবরের

প্রথম নিউজ, ডেস্ক : প্রথম টেস্টের শেষ দিন জয়ের জন্য পাকিস্তানের দরকার ১২০ রান। শ্রীলঙ্কার প্রয়োজন ৩ উইকেট। অর্থাৎ, ম্যাচের শেষ দিন জয়ের জন্য ঝাঁপাবে দু’দলই। জয়ের জন্য ৩৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে পাকিস্তানের রান ৩ উইকেটে ২২২। এ দিনই টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করলেন বাবর আজম। মঙ্গলবার শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। আগের দিনের অপরাজিত ব্যাটার প্রভাথ জয়সূর্য ৪ রান করে আউট হয়ে যাওয়ায় শতরান অধরাই থাকল দীনেশ চান্ডিমলের। শেষ পর্যন্ত ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। জয়সূর্যকে আউট করেন নাসিম শাহ। দিমুথ করুণারত্নেদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। গলের চতুর্থ দিনের উইকেটে ভাল স্পিন করিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা। অন্য দিকে পাক ব্যাটাররাও শুরু করেন সতর্ক ভাবে।

দিনের শেষে ১১২ রান করে অপরাজিত রয়েছেন ওপেনার আবদুল্লা শফিক। তাঁর সঙ্গে উইকেটে রয়েছেন মহম্মদ রিজওয়ান (৭)। অন্য ওপেনার ইমাম উল হক করেন ৩৫। তিন নম্বরে নামা আজহার আলি (৬) ব্যর্থ হলেও দলের ইনিংসে তার প্রভাব পড়তে দেননি বাবর। পাক অধিনায়ক করলেন ৫৫ রান। পাশাপাশি টেস্ট ক্রিকেটে পূর্ণ করলেন তিন হাজার রান। প্রথম ইনিংসে তাঁর দায়িত্বশীল শতরানের সুবাদেই প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষে জয়ের আশা দেখছে পাকিস্তান। ৮৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জয়সূর্য। পঞ্চম দিনের উইকেটে জয়ের সুযোগ থাকছে দু’দলের সামনেই। আপাত ভাবে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে সফরকারীরা। চতুর্থ দিনের উইকেটের আচরণ আশাবাদী করতেই পারে করুণারত্নেদের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom