প্রথম নিউজ,সিলেট: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তাঁর ছেলে নুরুল ইসলাম ওরফে সাজিদ (২৫), একই উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬)।
তাঁদের মধ্যে রাশেদা বেগম ও নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটায় জেবু বেগম এবং দিবাগত রাত ১২টার দিকে ফারিয়া আক্তারের মৃত্যু হয়। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে মা-ছেলে ও মা-মেয়ে। ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশা এবং ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক। তাঁকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল পাঁচটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হাজীপুর এলাকায় বিয়ানীবাজার থেকে যাত্রী নিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য এবং স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: