টেনশনে রাতে ঘুমাতে পারছি না : মাহিয়া মাহি

দুর্যোগকবলিত এলাকার পশুপাখি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন মাহি।

টেনশনে রাতে ঘুমাতে পারছি না : মাহিয়া মাহি
টেনশনে রাতে ঘুমাতে পারছি না : মাহিয়া মাহি

প্রথম নিউজ, ডেস্ক :  মন খারাপ করে ফেসবুক লাইভে হাজির চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রায় দুই মিনিট তেমন কোনো কথাই বললেন না। মুখে হাসি নেই, সাজসজ্জাও নেই তেমন। মুখে দুশ্চিন্তার ছাপ। একটু পর মুখ খুললেন। বললেন, টেনশনে রাতে ঘুমাতে পারছেন না। সিলেটে বন্যায় মানুষের পাশাপাশি আক্রান্ত অনেক পশুপাখি। সেগুলো রক্ষার আকুতি নিয়ে ভক্তদের উদ্দেশে এই কথা বলেন মাহি। এই কঠিন সময়ে কীভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়, তার পরামর্শও চান। বন্যায় অনেক পশুপাখি মারা যাচ্ছে। সেই খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানতে পেরেছেন অভিনেত্রী। দুর্যোগকবলিত এলাকার পশুপাখি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন মাহি। তিনি বলেন, ‘মানুষ কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করবে। কিন্তু পশুপাখিগুলো অন্যের সহায়তা ছাড়া কীভাবে সেভ হবে। এই নিয়ে টেনশনে রাতে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। আমার সামর্থ্য বা উপায় থাকলে, যত গরু–ছাগল, কুকুরসহ অন্য পশুপাখি রয়েছে, সব নিয়ে নিরাপদ স্থানে চলে আসতাম। তাদের সেভ জোন দিতে পারলে মনে শান্তি লাগত। আমার পশুপাখির প্রতি প্রচণ্ড মায়া। তাদের করুণ দশা দেখে খারাপ লাগছে। ভিডিওতে দেখলাম, অনেকে কুকুরকে সেভ করছে। এটা দেখে আমার খুব ভালো লেগেছে।’

বন্যায় অনেক পশুপাখি মারা যাচ্ছে। সেই খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানতে পেরেছেন অভিনেত্রী। দুর্যোগকবলিত এলাকার পশুপাখি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন মাহি। তিনি বলেন, ‘মানুষ কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করবে। কিন্তু পশুপাখিগুলো অন্যের সহায়তা ছাড়া কীভাবে সেভ হবে। এই নিয়ে টেনশনে রাতে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না। আমার সামর্থ্য বা উপায় থাকলে, যত গরু–ছাগল, কুকুরসহ অন্য পশুপাখি রয়েছে, সব নিয়ে নিরাপদ স্থানে চলে আসতাম। তাদের সেভ জোন দিতে পারলে মনে শান্তি লাগত। আমার পশুপাখির প্রতি প্রচণ্ড মায়া। তাদের করুণ দশা দেখে খারাপ লাগছে। ভিডিওতে দেখলাম, অনেকে কুকুরকে সেভ করছে। এটা দেখে আমার খুব ভালো লেগেছে।’

এদিকে মাহির লাইভ চলার সময়ই ভক্তরা মন্তব্য করতে থাকেন। কেউ জানান, দুর্যোগ আক্রান্ত এলাকার জন্য দরকার শুকনা খাবার, মোমবাতি, দেশলাই। কেউ আবার মত দেন সঙ্গে করে বিশুদ্ধ খাবার পানি ও চিকিৎসক নিয়ে যাওয়ার। চটজলদি ভক্তদের পরামর্শ পেয়ে প্রতিক্রিয়া জানান মাহি, ‘আপনারা খুবই ভালো পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে সবাই সবার জায়গা থেকে একটা করে স্টেপ নিয়ে এগিয়ে গেলে সিলেটবাসীর উপকার হবে। সারা বছর আমরা সিলেটবাসীকে ভালোবেসেছি, এখন তাদের সময় আপনাদের সাহায্য নেওয়ার।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom