ঝাড়ু-বেলচা নিয়ে ময়লা সাফ করছেন নরেন্দ্র মোদী, ভিডিও ভাইরাল

ঝাড়ু-বেলচা নিয়ে ময়লা সাফ করছেন নরেন্দ্র মোদী, ভিডিও ভাইরাল

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ভারতজুড়ে রোববার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘স্বচ্ছ ভারত’ অভিযান। ঝাড়ু-বেলচা হাতে সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধী জয়ন্তী সামনে রেখে আজ থেকে এই অভিযান শুরু করেছে ভারত সরকার।

এদিন দেশজুড়ে ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন হাজার হাজার ভারতীয়। তাতে নেতৃত্ব দিতে নিজেই মাঠে নেমেছিলেন নরেন্দ্র মোদী। ঝাড়ু-বেলচা হাতে ময়লা পরিষ্কারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন স্বচ্ছতার পাশাপাশি সুস্থতার প্রচারণায়ও শামিল হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ উদ্দেশ্যে ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়াকে সঙ্গে নিয়ে একটি গাছগাছালিতে পূর্ণ এলাকায় আবর্জনা পরিষ্কার করেন মোদী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওটি শেয়ার করে মোদী লিখেছেন, আজ পুরো জাতি যেমন স্বচ্ছতায় নজর দিয়েছে, অঙ্কিত বাইয়ানপুরিয়া এবং আমিও তাই করেছি! পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা ফিটনেস এবং সুস্থতাও গুরুত্ব দিচ্ছি।

এদিন নরেন্দ্র মোদী ছাড়া বিজেপির অন্য শীর্ষ নেতারা স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিতে ঝাড়ু হাতে রাস্তায় নামেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা দিল্লিতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।