ঝালকাঠিতে শ্বাসরোধ করে কৃষককে হত্যা
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
প্রথম নিউজ, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে শ্বাসরোধ করে কবির হাওলাদার (৩৮) নামে এক মৎস্যজীবীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনার শিকার কবির উপজেলার পূর্ব সরমহল গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে। তিনি বড়শি দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। পুলিশের ধারণা, কবিরকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ দীঘির পাড়ে ফেলে রাখে দুর্বৃত্তরা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে তিনি বাসা থেকে বড়শি নিয়ে মাছ ধরার উদ্দেশে বের হন। পরে দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতের বড় ভাই রেসতম আলী হাওলাদার অভিযোগ করেন, তার ছোট ভাই কবিরকে শ্বাসরোধ করে হত্যার পরে লাশ দীঘির পাড়ে ফেলে রাখা হয়। তিনি এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews