জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবি ছাত্রদলের পোস্টারিং

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেন ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবি ছাত্রদলের পোস্টারিং

প্রথম নিউজ, ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টারিং করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেন ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ডাকসু ভবন, কলাভবন, সেন্ট্রাল লাইব্রেরি, ক্যাম্পাস শ্যাডো, কার্জন হল, সেন্ট্রাল ফিল্ড, ছাত্র-শিক্ষক কেন্দ্র, মোকাররম ভবন, মোতাহার হোসেন ভবন, জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হলসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অনেক পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পোস্টারিংয়ের ব্যাপারে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন জাগো নিউজকে বলেন, জিয়াউর রহমান এদেশের ইতিহাসের এক মহানায়ক এবং একজন সফল রাষ্ট্রনায়ক। যার হাত ধরেই বাকশাল পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক ধারার সূচনা ঘটেছিল এবং সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশ এক শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা লাভ করেছিল। বর্তমান বাংলাদেশ যে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে তার সবকিছুই তার হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করেছিল।

তিনি বলেন, দুঃখজনক ব্যাপার হলো বর্তমান সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়াউর রহমানের নামকে মুছে দেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু শহীদ জিয়ার নাম জনগণের হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পোস্টারিং সেটিই প্রমাণ করে।