জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া পরিচালনা করে বিপাকে ইমাম
তিন কার্যদিবসের মধ্যে যথাযথ ব্যাখ্যা না দিলে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম নিউজ, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় জামে মসজিদে গত ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
এই দোয়া পরিচালনা করে এবার শোকজ খেলেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া। তিন কার্যদিবসের মধ্যে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
ইমামের নিকট ব্যাখ্যা চেয়ে পাঠানো ওই অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) তাকে অনুষ্ঠান না করতে নির্দেশ দেওয়ার পরও তিনি (ইমাম) তা অমান্য করে অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেছেন। তিন কার্যদিবসের মধ্যে যথাযথ ব্যাখ্যা না দিলে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।