জাপোরিঝিয়ার পথে আইএইএর পরিদর্শক দল

পরিদর্শক দল ইউক্রেনের বিপর্যস্ত জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দিকে রওয়ানা হয়েছে

জাপোরিঝিয়ার পথে আইএইএর পরিদর্শক দল
জাপোরিঝিয়ার পথে আইএইএর পরিদর্শক দল-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, তাদের একটি পরিদর্শক দল ইউক্রেনের বিপর্যস্ত জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দিকে রওয়ানা হয়েছে।

তিনি বলেছেন, এই সপ্তাহের শেষের দিকে দলটি ওই কেন্দ্রে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। খবর তাস ও বিবিসির।

টুইটারে এক পোস্টে তিনি বলেছেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রটির নিরাপত্তা রক্ষা করতে হবে।

গত মার্চ মাস থেকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি রুশ সেনাদের দখলে রয়েছে। ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই কেন্দ্রটির আশেপাশে লড়াইয়ের ফলে এর নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে।

এলাকাটিতে গোলাবর্ষণের জন্য ইউক্রেন ও রাশিয়া একে অপরকে দায়ী করেছে।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি বলেছেন, ইউরোপ বৃহস্পতিবার একটি পারমানবিক বিপর্যয় থেকে 'এক ধাপ' দূরে ছিল যখন ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে কেন্দ্রটির সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

তিনি বলেন, আগুনের কারণে বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপোরিঝিয়ার ইতিহাসে এই প্রথমবারের মতো কেন্দ্রটিকে বন্ধ রাখতে হয়েছিল।

এই ক্ষয়ক্ষতির জন্য ইউক্রেন এবং রাশিয়া একে অপরকে দায়ী করেছে। কিন্তু কোন্ পক্ষ আসলে দায়ী বিবিসি তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

গত মার্চের শুরুতে রুশ সামরিক বাহিনী পরমাণু কেন্দ্রটি দখল করে নেয়। তবে এই কঠিন পরিস্থিতিতেও ইউক্রেনের কর্মীরা বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করছে।

ক্রেমলিনের সরকার এর আগে ইঙ্গিত দিয়েছিল যে তারা শুধুমাত্র আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কেন্দ্রটি পরিদর্শন করার অনুমতি দেবে। ফলে ওই এলাকায় বাস্তবে কী ঘটছে তা জানার জন্য আইএইএ পরিদর্শকদের এই সফরটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তবে ইউক্রেন আশঙ্কা করেছিল যে জাপোরিঝিয়ায় আইএইএ মিশনের সফর ওই কেন্দ্রের রুশ দখলকে বৈধতা দেবে। পরে তারা অবশ্য পিছু হঠে আসে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom