জাপান উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
রোববার দিনের শুরুতেই জাপান উপকূলে দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া
প্রথম নিউজ, ডেস্ক : রোববার দিনের শুরুতেই জাপান উপকূলে দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া।
জাপান কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে। জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তশিরো ইনো রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোববার সকালে পিয়ংইয়ং ৫০০ কিলোমিটার দূরপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। খবর স্পুটনিকের।
জাপান কোস্টগার্ড জানায়, প্রথম পরীক্ষাটি চালায় রোববার ভোরে। এর ৪০ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
এর পরই জাপান সাগরে চলাচলকারী জাহাজগুলোকে সাবধানে চলাচল করতে সতর্ক করা হয়।
উল্লেখ্য, এ বছরের মাঝামাঝি সময় থেকে উত্তর কোরিয়া বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে। এর বেশিভাগই গিয়ে আছড়ে পড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews