জন্মদিনে ডিবি কার্যালয়ে হিরো আলম, ডিবিপ্রধান দিলেন কেক উপহার
প্রথম নিউজ, বিনোদন প্রতিবেদক: হিরো আলমের জন্মদিন আজ (২২ অক্টোবর)। এ উপলক্ষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যান তিনি। হিরো আলম বলেন, আজ আমার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ডিবিপ্রধান হারুন স্যার আমাকে ডেকেছেন। তাই ডিবি কার্যালয়ে এসেছি।
তিনি আরও বলেন, আমার জন্মদিন উপলক্ষে ডিবি অফিসে হারুন স্যার কেক উপহার দিয়েছেন। বাসায় গিয়ে সেই কেক সবাই নিয়ে কাটবো।
নতুন কাজের প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন, সামনে আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। সিনেমাগুলোর সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এর মধ্যে কয়েকটি সিনেমার সেন্সরও হয়েছে। এর মধ্যে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা রয়েছে। পাশাপাশি আমার নতুন কিছু গানও মুক্তি পাবে। এসব কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে।