ছয় মাসের সাজা এড়াতে ৩ বছর পলাতক
প্রথম নিউজ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ছয় মাসের সাজা এড়াতে তিন বছর পালিয়ে ছিলেন শাহিন হোসেন (৩৫) নামের এক যুবক। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহিন হোসেন জীবননগর পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের ফকির পাড়ার মিজানুর রহমানের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবেদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে শাহিন হোসেনকে গ্রেফতার করা হয়। ছয় মাসের সাজা এড়াতে তিনি তিন বছর ধরে পলাতক।
তিনি আরও জানান, বিকেলে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হবে।