ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে সাধারণ সম্পাদক লেখকসহ আহত অন্তত ১৩
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে
প্রথম নিউজ, ঢাকা : বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার শুরুতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই বটতলায় অবস্থান নেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখানে মিছিল নিয়ে জসীমউদ্দীন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আসেন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঐ সময় মারামারি থামাতে মঞ্চ থেকে বটতলায় যান ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এসময় ইট, চেয়ার, বাঁশের আঘাতে লেখক ভট্টাচার্যসহ প্রায় ১৩ জন আহত হন। আহতরা ঢাকা মেডিকেলে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি মাথায় ও ঘাড়ে আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। আহতরা হলেন, ঢাবির ছাত্রলীগ কর্মী জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২), জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)। ঢাকা কলেজের আহতরা হলেন হিরু (২৫), রুমন (২৬), সালমান (২৪), সালমান-২ (২৩), আল-আমিন (২০), আবু নোমান (২৭)।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: