ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
নিহত ব্যক্তি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামের সোরাব মিয়ার বড় ছেলে হারিছ মিয়া
প্রথম নিউজ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামের সোরাব মিয়ার বড় ছেলে হারিছ মিয়া (৩০)। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুর সংবাদ পেয়ে শনিবার সকাল ১১টার দিকে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ এ এসআই খাইরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, গত মঙ্গলবার (২৬ অক্টোবর) উপজেলার রজনী লাইন গ্রামের সোরাব মিয়ার ছোট ছেলে সেলিম মিয়ার (২৭) স্ত্রী তানজিমা বেগম সকালে বড় ভাই হারিছ মিয়ার টিউবওয়েলে গোসল করতে যান। এ সময় বড় ভাই হারিছ মিয়া ছোট ভাইয়ের স্ত্রীকে এখানে গোসল না করতে নিষেধ করেন এবং টিউবওয়েলের চারদিকে পর্দা দেয়া কাপড় খুলে নিয়ে যান। পরে ছোট ভাইয়ের স্ত্রী নিজ বসতঘরে গিয়ে কান্নারত অবস্থায় তার স্মামী সেলিম মিয়াকে বিষয়টি জানায়। সেলিম মিয়া তার স্ত্রীর কথা শুনে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে থাকা কোদাল দিয়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাঠিতে লুঠিয়ে পড়েন। পরে পরিবারের অন্য লোকজন তাকে স্থানীয় গ্রামের পল্লী চিকিৎসক একবাল হোসেন নামে একজনের কাছে প্রাথমিক চিকিৎসা দেন। এখানে দুইদিন চিকিৎসায় কোন উন্নতি না হওয়ায় শুক্রবার দুপুরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে গ্রামের লোকজন আমাকে জানিয়েছেন।তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার এ বিষয়ে বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: