চালু হলো নওগাঁর তাজ সিনেমা হল, শাকিবের টানে আসছে দর্শক

নওগাঁর ঐতিহ্যবাহী তাজ সিনেমা হলে ঈদের দিন মুক্তি পেয়েছে চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের ছবি ‘বিদ্রোহী

 চালু হলো নওগাঁর তাজ সিনেমা হল, শাকিবের টানে আসছে দর্শক
চালু হলো নওগাঁর তাজ সিনেমা হল -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : নওগাঁর ঐতিহ্যবাহী তাজ সিনেমা হলে ঈদের দিন মুক্তি পেয়েছে চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের ছবি ‘বিদ্রোহী’। ঈদের দিন হলে দুপুর সাড়ে ১২টা থেকে ছবি চলছে। দুই বছর পর সিনেমা হলে গিয়ে ছবি উপভোগ করছেন দর্শকরা। ছবি দেখতে মোটামুটি দর্শকের ভিড় দেখা গেছে।

এর আগে এক হাজার আসন বিশিষ্ট সিনেমা হলটি চালু করতে ধুয়ে-মুছে পরিস্কার পরিচ্ছন্ন ও সংস্কার করা হয়েছে।

জানা গেছে, জেলার ১১টি উপজেলায় ২২টি সিনেমা হল ছিল। তাজ সিনেমা হল ছাড়া বাকিগুলো বন্ধ এবং অস্তিত্ব বিলিন হয়ে গেছে। তবে করোনা ভাইরাসের কারণে গত ২ বছর থেকে তাজ সিনেমা হলেও শো চালানো বন্ধ ছিল।

এবার ঈদে শাকিব খানের ‘বিদ্রোহী’ দিয়ে চালু হয়েছে হলটি। ঈদের দিন বেলা সাড়ে ১২টায় শো চালু হয়েছে। যেখানে টিকিট মুল্য রাখা হয়েছে ব্যালকনী ১০০ টাকা এবং রিয়ারস্টল ৭০ টাকা।

জেলার সাপাহার উপজেলার প্রায় ৭০ কিলোমিটার দুর থেকে দুই বন্ধুকে নিয়ে এ হলে ছবি দেখতে আসেন কাওসার হোসেন। তিনি বলেন, ‘ঈদে শাকিব খানের নতুন ছবি মুক্তি পেয়েছে। হাতে তেমন কাজ নাই। এসময়টা বিনোদনের জন্য দুর থেকে আসছি ছবি দেখতে।’

শাকিবপ্রেমি মশিউর রহমান বলেন, ‘আমি ছোট থেকেই শাকিব ভক্ত। কয়েকদিন আগে শুনেছি শাকিব খানের ‘বিদ্রোহী’ ছবি দিয়ে তাজ সিনেমা চালু হবে। সময় করে ঈদের পরদিন বন্ধুরা মিলে ছবি দেখতে আসছি। ছবির মান ভালো না। তবুও শাকিব খানের ছবি, তাই ছুটে এসেছি। অনেকেই এসেছে ছবি দেখতে। তবে টিকিট মুল্য অনেকটা বেশি মনে হচ্ছে।’

তাজ সিনেমা হলের টিকিট বিক্রেতা ভবেশ কুন্ডু বলেন, ‘ঈদের দিন (মঙ্গলবার) প্রায় ৩২ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। ঈদের দ্বিতীয় দিন বুধবার দুপুর সাড়ে ১২টার শো’তে ছয় হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। তবে টিকিট বিক্রি কম হচ্ছে। মানুষ এখনো হলমুখি হচ্ছে না। ভাল ছবি হলে দর্শকরা আবারও হলমুখি হবে।’

তাজ সিনেমা হলের ম্যানেজার রিপন কুমার কুন্ড বলেন, ‘ঈদের দিন দুপুর সাড়ে ১২টা থেকে শো চালু হয়েছে। দিনে চারটি শো চলছে। দুপুর সাড়ে ১২টা, দুপুর সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টা এবং রাত সাড়ে ৯টা। করোনা ভাইরাসের কারণে গত দুই বছর থেকে হলটি বন্ধ ছিল। ঈদে ‘বিদ্রোহী’ সিনেমা দিয়ে আবারও হলটি চালু হয়েছে। তবে হলের অধিকাংশ আসন ফাঁকা থাকছে।’

এ ব্যাপারে নওগাঁ তাজ সিনেমা হল মালিক পরিতোষ সাহা কোনো মন্তব্য করতে চাননি।

শাকিব খান ছাড়াও ‘বিদ্রোহী’ ছবিতে অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী, খলনায়ক মিশা সওদাগর, অমিত হাসান ও ডনসহ অন্যরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom