চুরি যাওয়া ট্রাকে মিললো অজ্ঞাত মরদেহ

 চুরি যাওয়া ট্রাকে মিললো অজ্ঞাত মরদেহ

প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহীতে চুরি যাওয়া ট্রাকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নাটোর থেকে চুরি হওয়া ওই ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাজশাহী নগরীর বিমানবন্দরের সামনে থেকে মরদেহসহ উদ্ধার করে পুলিশ।

রাজশাহী এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে মালামালসহ নাটোর থেকে চুরি হওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় বিমানবন্দরের সামনে পাওয়া গেছে। ওই ট্রাকে মালামাল না থাকলেও একটি মরদেহ পাওয়া গেছে। তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

ওসি আরও জানান, ট্রাকটি নাবিল গ্রুপের। গতরাতে চুরি হয়ে যাওয়ার পর নাবিল গ্রুপের এডমিন অফিসার মাসুদ রানা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি চুরির মামলা করেছেন। আজ সেটি মরদেহসহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।