চ্যাম্পিয়নদের গুনে গুনে ৫ গোল দিলেন মেসিরা
প্রথম নিউজ, ডেস্ক : ফরাসি কাপ থেকে বিদায়ের পর লিগ ওয়ানে স্বরূপে ফিরলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রোববার রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিলের জালে গুনে গুনে পাঁচ গোল দিয়েছেন লিওনেল মেসিরা।
প্রতিপক্ষের মাঠে গোল উৎসবে মেতে উঠা ম্যাচে ৫-১ ব্যবধানের বিশাল জয় তুলে নিয়েছে পিএসজি। মেসি পেয়েছেন গোল, একটি গোলে রেখেছেন অবদান। জোড়া গোল করেছেন দানিলো পেরেইরা। এছাড়া একটি করে গোল করেন কিলিয়ান এমবাপে ও প্রেসনেল কিম্পেম্বে।
মেসি তার পিএসজি ক্যারিয়ারে অন্যতম সেরা একটি ম্যাচ খেললেন। এদিন দারুণ উজ্জীবিত দেখা গেল সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে। সঙ্গে লিলের গোলরক্ষকের ভুলে ১৩ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান পোক্ত করলো পিএসজি। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে মার্শেই।
ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে মার্কিনিয়োসের শটে বল ধরে রাখতে পারেননি লিলের গোলরক্ষক। কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান পেরেইরা।
২৮তম মিনিটে সমতা ফিরিয়েছিল লিলে। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে সতীর্থের বাড়ানো বলে দারুণ ভলিতে গোল করেন ভ্যান বোটম্যান। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
চার মিনিট পরই ২-১ গোলে এগিয়ে যায় পিএসজি। মেসির কর্নার থেকে হেড করে ফাঁকা জালে বল পাঠান ডিফেন্ডার কিম্পেম্বে। ৩৮তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মেসি।
এমবাপেকে লিলের এক ডিফেন্ডার থামাতে গিয়ে বল মেরে বসেন মেসির পায়ে। ডি-বক্সে ঢুকে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন খুদেরাজ। লিগ ওয়ানে পিএসজির হয়ে ১৩ ম্যাচে এটি মেসির দ্বিতীয় গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল পেতে পারতেন মেসি। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে তার ফ্রি-কিক ক্রসবারে লাগে। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন পেরেইরা।
এই গোলেও মেসির অবদান ছিল। তার শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। তবে লেয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে বল পেয়ে পেরেইরার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে জালে জড়ায়।
৬৭তম মিনিটে দারুণ এক গোলে ৫-১ করেন এমবাপে। মার্কো ভেরাত্তির পাস থেকে বল পেয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: