চাপের মুখে ভেঙে পড়ি আমরা: সাকিব

চাপের মুখে ভেঙে পড়ি আমরা: সাকিব
চাপের মুখে ভেঙে পড়ি আমরা: সাকিব

প্রথম রিউজ, স্পোর্টস ডেস্ক: জিতলে সুপার ফোর, হারলে বিদায়। এমন ‘ডু অর ডাই’ ম্যাচে ব্যাটিংয়ে আলো ছড়ায় বাংলাদেশ। আফিফ-মিরাজদের নৈপুণ্যে স্কোরবোর্ডে ১৮৩ রান তোলে টাইগাররা। যা এশিয়া কাপে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবুও লাভ হয়নি, দুর্দান্ত শুরুর পর বোলিংয়ে খেই হারিয়ে ফেলে সাকিব আল হাসানের দল। অধিনায়ক সাকিবের মতে, এখনো চাপের মুহূর্তে ভেঙে পড়ে টিম টাইগার্স। বড় টার্গেটে খেলতে নেমে নিঃসন্দেহে চাপে ছিল শ্রীলঙ্কা। দাসুন শানাকাদের আত্মবিশ্বাস গুড়িয়ে দেয়ার জন্য টাইগারদের দ্রুত উইকেট প্রয়োজন ছিল। সম্ভব হয়নি, লঙ্কানদের দলীয় ৪৫ রানে প্রথম উইকেট নেয় বাংলাদেশ। কিছুটা বিলম্ব হলেও লঙ্কানদের চাপে রেখেছিল টাইগার বোলাররা। ভয়ঙ্কর হয়ে ওঠা কুশাল মেন্ডিস কিংবা শেষে ছন্দ দেখানো শানাকাকে ফিরিয়ে ম্যাচের লাগামটা ঠিকই ধরে রেখেছিল এবাদত-তাসকিনরা। তবে শেষ পর্যন্ত নিজেরাই চাপে পড়ে পরাজিত হয় বাংলাদেশ।

ম্যাচশেষে সংবাদসম্মেলনে অধিনায়ক সাকিব বলেন, ‘আসলে বোঝা গেলো আমরা চাপে এখনো কতটা ভেঙে পড়তে পারি। এখানে উন্নতি করতে হবে। স্কিলের উন্নতির ব্যাপার আছে অবশ্যই। তবে চাপ এলেই ভেঙে পড়ি, চাপের মুহূর্ত এলেই হেরে যাই আমরা। এমন ৫০ শতাংশ ম্যাচ জিতলেও কিন্তু আমাদের রেকর্ড ভালো থাকত, বিশেষ করে টি-টোয়েন্টিতে।’ এশিয়া কাপের আগে বাংলাদেশের অধিনায়কত্ব পান সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার নেতৃত্ব পাওয়ায় আশায় বুক বেঁধেছিল টাইগার সমর্থকরা। তবে শুরুটা ভালো হয়নি সাকিবের। তিনি বলেন, ‘নতুন করে অধিনায়কত্ব পেলাম। শ্রীরামের জন্যও প্রথম ম্যাচ। নতুন করে শুরু করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়। এত সহজ না। যদি কয়েকটা ম্যাচ, ৪-৫টা সিরিজ পেতাম, তাহলে অনেক কিছু পরিকল্পনা করতে পারতাম।’

দুই হারে এশিয়া কাপ শেষ হলেও সাকিব মনে করেন আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, ‘আমাদের একটি লক্ষ্য আছে। সেদিকেই এগোচ্ছি। ধীরে ধীরে যেতে চাই। প্রথম দুই ম্যাচের অ্যাটিটিউড, চিন্তাভাবনা... প্রথম ম্যাচের ব্যাটিংয়ের কথা বলতে পারেন, তবে উইকেটটাই অমন ছিল। হয়তো ১০-১৫ রান বেশি করতে পারলে ভালো হতো। অন্তত সর্বশেষ ৩-৪টি সিরিজের চেয়ে উন্নতি হয়েছে।’

 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom