চট্টগ্রামে ছাত্রশিবিরের শোডাউন, মামলা দেবে পুলিশ
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয়ে থানার নিউমার্কেট এলাকায় মিছিল শুরু করেন। পরে মিছিলটি তিনপুলের মাথায় গিয়ে শেষ হয়।
এদিকে, অনুমতি ছাড়াই এমন ঝটিকা মিছিল করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাসসহ সাত দফা দাবিতে হঠাৎ মিছিল শুরু করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কারাবন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানান বক্তারা।
মিছলের বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির ঢাকা পোস্টকে বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কোনো ধরনের অনুমতি নেননি। তারা হঠাৎ জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। মিছিলটি পাঁচ মিনিটের মতো স্থায়িত্ব ছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। তবে তারা বড় নাশকতার পরিকল্পনায় জড়ো হয়েছিলেন। কিন্তু পুলিশি তৎপরতায় তা সম্ভব হয়নি।
ওসি জাহিদুল কবির বলেন, বিশৃঙ্খলাকারীরা গাড়ি ভাঙচুর করতে পেরেছে কি না নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা সড়কে স্বাভাবিক যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। এ ঘটনায় কারা জড়িত রয়েছে তা শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।