ঘূর্ণিঝড়ে ফ্লোরিডায় নিহত কমপক্ষে ৫০
ঘূর্ণিঝড়ের পর বিশাল অংশ বিচ্ছিন্ন হয়ে আছে। সেখানে উদ্ধার অভিযানে নেমেছেন উদ্ধারকর্মীরা।
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। ঘূর্ণিঝড়ের পর বিশাল অংশ বিচ্ছিন্ন হয়ে আছে। সেখানে উদ্ধার অভিযানে নেমেছেন উদ্ধারকর্মীরা। নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ক্যাটেগরি ৪ হিসেবে ইয়ান আঘাত করে ফ্লোরিডায়। এতে নিহতের সংখ্যা ছাড়িয়ে যায় ৫০। সড়কপথগুলো বন্যার পানিতে ডুবে আছে। ব্রিজগুলো ভাসিয়ে নিয়েছে। এ কারণে সেখানকার অসংখ্য মানুষ বিচ্ছিন্ন হয়ে আছে। তাদের মোবাইল ফোন সার্ভিস সীমিত হয়ে গেছে। তীব্র সংকট দেখা দিয়েছে পানি, বিদ্যুৎ ও ইন্টারনেটের। ফ্লোরিডার গভর্নর রন ডিশান্তিস শনিবার বলেছেন, যোগাযোগ বিষয়ে মাল্টিবিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক ১২০ স্টারলিংক স্যাটেলাইট সরবরাহ দিচ্ছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews