গোসাইরহাট পৌর নির্বাচন : আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার 

বহিষ্কৃতরা হলেন- গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান দেওয়ান ও ২নং সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল।

গোসাইরহাট পৌর নির্বাচন : আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার 

প্রথম নিউজ, শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জাকির হোসেন দুলালের বিরুদ্ধে নির্বাচন করায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান দেওয়ান ও ২নং সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল।

বুধবার (৫ জুলাই) গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভায় তাদেরকে বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বহিষ্কারের বিষয়ে জানতে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. শাহজাহান দেওয়ান ও নারকেলগাছ প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল আউয়ালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ঢাকা পোস্টকে বলেন, দলীয় চিঠি না পেয়ে কোনো মন্তব্য করতে চাই না। দীর্ঘদিন ধরে পৌরবাসীর সেবা করায় তারা আমাদের পাশে রয়েছেন।

গোসাইরহাটকে পৌরসভা ঘোষণার পর সীমানা, মৌজা ও ভোটার জটিলতার কারণে মামলা থাকায় দীর্ঘদিন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ পর্যায়ক্রমে পৌরসভার প্রাশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন পর পৌরসভার নির্বাচন হওয়ায় স্থানীয় ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল তাদের দলীয় প্রতীকে প্রার্থী ঘোষণা করেনি। স্বতন্ত্র হিসেবে বিএনপির প্রার্থী থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে।